কবিতা - সুমন মল্লিক

রকি আইল্যান্ড


এরকমই এক বর্ষার দিনে কী ভীষণ ভিজেছিলাম

রকি আইল্যান্ডের প্রিয় পাথরের গায়ে হেলান দিয়ে!

মনে পড়ে, একটা গোটা দিন

আমরা ঝগড়া করিনি একবারের জন্যও; বরং

নদীজলে পা চুবিয়ে বসে থেকেছি, চুপ থেকে শুনেছি

পাখিদের কলকাকলি, আর এসবের মাঝেই 

হঠাৎ হঠাৎ কথা গুছিয়ে নিয়েছি অপার রোমাঁঁঞ্চে।


রকি আইল্যান্ড আর যাওয়া হয়নি এরপর একবারও।

ঠিক যাওয়া হয়নি যে তা নয়... ; এই যেমন এখন

এই কবিতার ভেতর দিয়ে পৌঁছে যাচ্ছি সেই রোমাঞ্চে।

চিত্র - শ্রীহরি

Comments