গুচ্ছ কবিতা - মাসুদুল হক


ঘুলঘুলি ও অন্যান্য কবিতা 



১.ঘুলঘুলি 


ছোট্ট একটা কান --কার্নিসের মাথা দিয়ে 

বাড়ির শরীরে ঢুকে গেছে 


গোপন রহস্য জানতে 

 সে কানের কাছে গেলেই 

আমরা চড়ুই পাখি হয়ে যাই


বাড়িটি সে কান দিয়ে শ্বাস ছাড়ে 



২.পুরাকীর্তি


প্রাচীন শহর বিবর্ণ থেকে যায়...


এখানে মেঘেও ময়লা জমে গেছে 

বিগত দশকের গন্ধ এখনো বাতাসে


নতুন শতাব্দীতে এগুলোই পুরাকীর্তি



৩.ভার্চুয়াল পার্সেপ্সন্স


বাড়িটার একটি দরজা খুলে যায়


শতবর্ষের নির্জনতায় আমাদের স্বাগতম; 

অন্যদিকে ভার্চুয়াল বিশ্বে কম্পিউটার

 একটি প্রাচীর গঠন করে নেয়


তবুও সূর্য থেকে সোনালি তীরের 

উজ্জীবনক্রিয়া

 বাস্তব দৃশ্যের মতোই অস্পষ্ট


আমাদের অবাস্তবাদী চোখে

মনকে জানতে নীরবতার প্রয়োজন!



৪.এবং কম্পিউটার


কম্পিউটার যুগে 

উড়ন্ত তথ্য সরবরাহে


এখন আর 

কৌতূহলী শ্রবণের জন্য

চিৎকারের প্রয়োজন নেই 


স্বরযন্ত্রে সংবাদ পরিবেশন 

এখন জাদুঘরের বিষয়!

চিত্র - শ্রীহরি

Comments