কবিতা - ভবানী প্রসাদ মজুমদার

আসবে সুদিন স্বপ্ন রঙিন

সাতসকালে প্যান্ডেলে তে ঢ্যাং- কুড়াকুড় বাজনা বাজে

একটা মেয়ে মলিন মুখে বাবুর বাড়ি যাচ্ছে কাজে।

ঐ মেয়েটাই পাঁচ বাড়ি রোজ কাপড় কাচে, বাসন মাজে

তুই বল্ মা, ওর কি এখন লকডাউনে নাচা সাজে?

ঢাং- কুড়াকুড়, ঢাং- কুড়াকুড়, ঢ্যাং -কুড়াকুড়, ঢাং- কুড়াকুড়,

সবার জীবন কবে হবে সুর -সুমধুর, সুখ- ভরপুর?


সন্ধ্যে হলেই আরতী হয় ঢং- ঢং- ঢং শব্দ ভাসে

করোনা- কাতর ওই মেয়েটা দাঁড়িয়ে দূরে পথের পাশে।

ছোট্ট মেয়ে দেখছে চেয়ে, সেও তো পুজো ভালোবাসে

তুই বল্ মা খুব দুখী ও, কেমন ক'রে একটু হাসে?

ঢাং -কুড়াকুড়, ঢাং -কুড়াকুড়, ঢ্যাং -কুড়াকুড়, ঢাং- কুড়াকুড়,

সবার জীবন কবে হবে সুর -সুমধুর, সুখ- ভরপুর?


যে ছেলেটা কাঁই- না -না- না কাসর বাজায় ঢাকের সাথে

গ্রামটা যাদের তলিয়ে গেছে ডাইনি আমপানে র শাল হাঁ-তে।

মনের মোড়ে কান্না জোড়ে, হৃদয় পোড়ে যন্ত্রনাতে

তুই বল্ মা, ও কি ক'রে, তোর পুজোতে মজায় মাতে?

ঢাং- কুড়াকুড়, ঢাং- কুড়াকুড়, ঢ্যাং- কুড়াকুড়, ঢাং- কুড়াকুড়,

সবার জীবন কবে হবে সুর-সুমধুর, সুখ-ভরপুর?


দেখবো কবে এমন হবে, নাচবে সবাই তাক-ধিনা ধিন?

আলো-আশায় ভালোবাসায় হৃদয় হবে রত্ন- রঙিন।

সব দ্বেষ- রেষ যাবে হয়ে শেষ, বিশ্ব হবে করোনাবিহীন,

ভুলে যাক পাপ, হাতে রেখে হাত, কেটে যাবে রাত মৃত্যু মলিন। 

সবার মুখেই ফুটবে হাসি, মন থেকে ভয় হবেই বিলীন 

স্বপ্ন সবার সত্যি হবে তাক- ধিনাধিন, তাক -ধিনাধিন 

আসবে সুদিন স্বপ্ন রঙিন দুঃখবিহীন উদ্বেগ হীন।

চিত্র - শ্রীহরি

Comments

Post a Comment