অস্তিত্বের কান্না
একটা আমি আমার
একটা আমি তোমার
একটা আমি তোমাদের
আচ্ছা বলত আমি তবে কে?
কোন সময় ছিল নিজের একটা নাম
তখন যে তাকে দিতাম অনেক দাম।
চিনতাম নিজেকে নিজের সেই নামে
কষ্ট, দুঃখ, ভালবাসায় বলতাম নিজেই সেই নাম ধরে
আমি অমুক এই আমার পরিচয়
সেই জোরেই করব সব জয়।
জয় হয় এখনো
থাকে তাতে অনেক কিছু হারানো
মুখে থাকে সব পেয়েছির হাসি
গলায় থাকে সম্পর্ক হারানোর ফাঁসি
মনে বড্ড জাগে প্রশ্ন
আমরা সবাই কি সবাইকে ভালবাসি
নাকি শুধু দেওয়া নেওয়ার সম্পর্কে ভাসি?
তবুও নিঃশব্দ রাতে চোখের জল ভাসিয়ে বলি
ওগো আমি এখনো যে আছি।
যাবো যেদিন চিতায় সেদিন একটুকরো কাগজে দেখতে পাব আমার নাম
ফুলে,ফলে, চোখের জলে ফটোতে পাব কত সম্মান
দীর্ঘশ্বাস ফেলে বলে উঠব পেরেছি জানতে আমার হারিয়ে যাওয়া নাম।
![]() |
চিত্র - শ্রীহরি |
অসাধারণ । ভীষন ভালো ভাবনা।
ReplyDelete