পাহাড় ও তুমি
আমি মাঝদুপুরে বসে তোমার
একটিমাত্র পাহাড়ের কথা ভাবি
মাঝদুপুরে পাহাড়- ঠিক সবুজ হবে না
হতে পারে গাঢ় বাদামি কিংবা বিষাদ নীল
শৈশব থেকে একটি ছোট্ট পাহাড়ের প্রভু তুমি
দিন যায় - মাটি জমিয়েছ আরও, আরও
মিশিয়েছ পুরনো ক্ষত
মিশিয়েছ নিজস্ব নারীর জ্যোৎস্না ঝলমল স্তনযুগল
এমনকি সবচেয়ে বাধ্য শত্রুকে রেখেছ চূড়ায়
আজ পাহাড় এত বড় -
পদতলে ছোট্ট তুমি
ঘর পুড়ে যায় দাবানলে
তুমি পাহাড় সাজাও ইচ্ছেগাছে
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment