অনুগল্প - বিবেক কবিরাজ

মুনমুন বাবু স্যার


আমাদের স্কুলে ছিল স্বরূপ ভীষণ মজার ছেলে। প্রতিটা স্যারের চেহারার সাথে মিলিয়ে নাম রাখতো সবচেয়ে মজার ঘটনা যেটা অঙ্কের শিক্ষক মনমোহন সেন বাবুর  নাম বদলে বিকৃত উচ্চারণে মুনমুন বাবু করে দিয়েছিল। ধীরে ধীরে মনমোহন সেন বাবু পরবর্তীতে মুনমুন সেন বাবু নামেই পরিচিত হয়ে গিয়েছিলেন তবে এই নামকরণে ওনার কোনোরকম বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায় নি। বরং ওই নামে ডাকলে তিনি বেশ উপভোগ করতেন। 

একদিন একজন অভিভাবক স্যারের এধরনের নাম শুনে প্রশ্ন করেছিলেন, 'আপনার নাম মুনমুন কেন?'

স্যার চট জলদি উত্তর দিয়েছিলেন আমার মায়ের নাম সুচিত্রা সেন বলেই হয়তো!! 

চিত্র - শ্রীহরি

Comments