রাই তোকে
আমায় বন্ধু বলে স্বীকারই করলোনা
কতটা গভীরে থাকলে পদবি ভুলে যায়
কতটা অপেক্ষা শেষে দিন হয়, রাত?
একটিবার গলা শুনবো বলে ফোনেতে
চোখ রাখি, চেনা রিং টোন বাজেনা আর
এভাবেই হয়তো ভুলে যাওয়া যায়
আমিতো ভুলিনি, চেষ্টাও করিনি কোনোদিন
জানি তা বৃথা...
হে পাঠক
এসব লিখছি ভেবে প্রেম ভেবোনা
নিছক বন্ধু যা হীরের থেকেও দামি
অক্টপাসের মতো আঁকড়ে ধরেছি
হারানোর ভয়
বন্ধু তোকে আয়না ভেবেছি
দেখি নিজের প্রতিচ্ছবি
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment