কবিতা - সুমন দিন্ডা


কোটাল


চাইলেই কেউ পুরুষ হয়ে যায়না,

চওড়া নদী বুকে পেতে রাখতে হয়

সিঁড়ি নামিয়ে তুলে আনতে হয় ডুবে যাওয়া জমি,

নাহলে পলি সাজিয়ে অপেক্ষা করতে হয়

নতুন ফসলের পায়ের ছাপের জন্য। 


চাইলেই কেউ গাছ হতে পারেনা,

মাটির গভীরে যাওয়ার সাহস সবার থাকে না।

অন্ধকার ভেঙে ঘোমটা সরানোর পরে

চোখ থেকে মুছে আনতে হয় বিন্দু বিন্দু জল

ওপরের পাতাগুলো জীবিত রাখার জন্য। 


গাছেরা অনেক সময় পুরুষ হয়,

লাবন্য প্রবাহের দিকে হাত বাড়িয়ে 

বুকে জড়িয়ে রাখে লতানো ভবিষ্যৎ। 

আমি অবশ্য গাছপুরুষ হতে চেয়ে কতবার

নিজের ডালপালা কেটেছি হিসেব রাখিনি। 


পলির অন্ধকার থেকে ফসলের স্বপ্নগুলো

ডুবে যাচ্ছে ভরা কোটালের উপচানো জোয়ারে। 


চিত্র - শ্রীহরি

Comments