কবিতা - মনামী সরকার


এক কাপ চা


পড়ন্ত বিকেল,

           সামনে উন্মুক্ত বিশাল খোলা জানালা।

জানালার এপারে আমি।

            সঙ্গী চূড়ান্ত নীরবতা, আর এক কাপ গরম চা।

জানালার ওপারে,

          বাড়ি ফেরার সকলের ভীষন ব্যস্ততা।

সূর্যটাও যেন আজ একটু বেশি লাল,

          আমারও তো ছিল একদিন এমনই ব্যস্ততা।

চায়ে চুমুক দিলাম,

             চা টাও আজ বড্ড বেশি গরম।

তাই ডিপ্রেশনের বাংলা টা আজ মন খারাপ।


Comments