কবিতা - বনশ্রী রায় দাস


ভবিষ্যত-চাষা


রক্ত কি ওদের বিধুর করে না?
রক্তে কি ভেসে ওঠে না ওদের প্রিয় মুখ? 
মগডালে কিছু মর্কটরূপী
জিভ গুটিয়ে,
আচরণে স্পষ্ট হয় শকুন স্বভাব,
কর্মে নিরন্তর বাজপাখি,
আখের গুছিয়ে তৃপ্তির ঢেকুর তোলে।
নিদ্রা কাতর হয় শেষ সঙ্গমে।
লীলা অবিরাম তোমার 
আমিও অবাক দেখি 
আর কতখানি নীরবতা পালন করতে পারো!
গাছের তলায় আগুন ধরিয়ে 
আগাছা সাফ করছে ভবিষ্যতের চাষা।


Comments