কবিতা - সৌরদীপ বর্ধন


বিপ্লবের গোপন চিঠি 


তোমার চোখে আমি আগুন দেখেছি বিপ্লবী।

তোমার কাজল মাখানো মায়াভরা মুখে আমি কাঠিণ্য দেখেছি যা বিপ্লবের জন্য প্র‍য়োজন।

তোমার দুহাতে চুড়ির বদলে দেখেছি সভ্যতার ঝান্ডা।

তোমার নরম পায়ের স্পর্শে একলহমায় ভেঙে যেতে পারে ব্যারিকেড।

ওরা গ্রেনেড ছুঁড়লে তোমাকে প্রতিবাদ ছুঁড়ে মারতে দেখেছি। 

বিপ্লবী তোমার চোখের মণি আমি রক্তাভ দেখেছি,

সেখানে আছে পুড়ে মরা মেয়েটার দেহ কিংবা সদরের রাস্তায় আত্মহত্যা করা চাষির চিতা।

তোমার ওড়নার চাদরে আমি মুখ লুকিয়েছি, যেমন করে মা আঁচলে ঢেকে নেন অপত্য। 

আমি নিশ্চিন্ত তাই শব্দ সাজাই

আর তুমি দাঁড়াও সেখানে, যেখান থেকে সভ্যতার শুরু হয়।


Comments