কবিতা - সপ্তর্ষি বনিক


রোদ পালানো দালান 


বৃষ্টি থেমে যায়। শরতের দুপুরে রোদ ওঠে। রোদ ঝলমলে রোদ, রাজকীয় রোদ। বাসনওয়ালা হাঁক দিয়ে যায়। নতুন জামা বাড়িতে আসলে পুরোনো জামার জায়গা নেয় নতুন বাসন। এভাবেই তো দিন চেঞ্জ হয়। প্রাক্তনকে ভুলে যাই।  

মেঘ সরিয়ে বিকেল নেমে আসে।


বাড়ির ছাদে আসর বসে, কথায় ওঠে প্যাঁচ।

পুরোনো দিন উঠে আসে, বাংলা স্যারের ব্যাচ।


দিন ফুরিয়ে রাত নেমে যায়, মায়ের হাতের ভাত।

ছাদের নিচে ঘুম নেমে আয়, নেই কোনো অজুহাত।


দিনগুলি কেটে যায় 

এভাবেই 

স্বভাবেই 


মাঝে মাঝে ভেসে আসে 


''তবু মনে রেখো 

যদি পুরাতন প্রেম 

ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে..."


আবার বেরিয়ে পড়তে হবে। ছুটে যেতে হবে প্রতিযোগীর মত। কোনও হার নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। থাকলেই মৃত্যু...  শেষে থেকে যায়...


দিনগুলো শেষ হয় প্রতিযোগীর তালে 

কোনক্রমে বেঁচে রই ভালোবাসার আলে 


শেষ হয়ে আসি... শেষ হয়ে যাচ্ছি হুজুর...



Comments