কবিতা - নাদিরা


অস্ত ও জন্মের কথা


আপাতকালীন বৃষ্টির পর রোদ উঠলে জীবনের গন্ধ পাই

অনিশ্চিত পথে এলোমেলো হাঁটতে হাঁটতে পিছু ফিরি 

অনেকটা পিছিয়ে এসে গুনতে শুরু ভুল-মেদ-ক্ষমা-কান্না 

মিথ্যে মুহুর্তের কাছে যেদিন আত্মসমর্পণের গল্প- বিচ্ছেদ.. 

গন্ডি কেটে রাখি মননের চারদিকে ; ভবিষ্যতের কথা বলা বারন ।

 


প্রতিটি মুহুর্তেই আমরা এগিয়ে যাই অনিয়ন্ত্রিত 

কাটাকুটির দিকে 

দাগ কেটে কেটে এগিয়ে যেতে গেলে হিসেবে ভুল হয়, 

গাছেদের মতো মা হতে চাই না আপাতত, এখন আমায় সন্তান হতে দাও ; 

অনিশ্চয়তা আসলে একধরনের অসুখ.... যা মৃত্যুর পরেও ঘুরপাক খায়। 


প্রতি মুহূর্ত একেকটি জন্মদিন... প্রতিটি সূর্যোদয়েই লেখা থাকে সূর্যাস্তের কথা..



Comments