কবিতা - খোকন বর্মন


এবং সম্পর্কের সা রে গা মা


জীবনের দ্বিতীয় কোনো হেডফোন নেই। মৃত্যুর পূর্ব অবধি আছে বেঁচে থাকার উর্বর প্রয়াস। প্রত্যেকের একটা বহুফসলি জমি আছে, উপযুক্ত প্রাকৃতিক উপাদানের অভাবে আছে চৌচির হাহাকার। মা ও প্রেমিকা  জল ও বায়ুর মতো দুস্কর।পাটকাঠির বেড়ায় তাচ্ছিল্য থাকে কিছু কিছু কংক্রিটের  দেওয়াল ঘুম শ্বাসরুদ্ধ করার ক্ষমতা রাখে। অপেক্ষার একটা  নির্দিষ্ট চিৎকার আছে। ঘুম না আসলে রোজ রাতে রেওয়াজ করতে হয় সম্পর্কের সা রে গা মা।



Comments