কবিতা - অজিত অধিকারী


ভালোবাসা


যতদূরে থাকো শহরে ও গ্রামে

প্রতিটি মুহূর্তে যেন ফিল করি

কেন্দ্রে আছো বোঝা যায় যদি দূরে থাকো

গভীর রাত্রির তীর ধরে আমি গোছাতেই থাকি মন


আমার নরম হৃদয় - ভবনে থাকো, স্মৃতিঘন বাগানের

যেন তুমি আলো-ছায়া স্টুডিওর মতো

যেন তুমি গানের মহল নির্মাণ করে যাও

বিজনে বিরহে


আর আমি সকাল দুপুর রাত্রির গায়ে গায়ে

লিখি নাম-ভালোবাসা


Comments