ওডিকোলন
পূর্বজন্ম থেকেই কি আমরা বয়ে আনি
মৃত্যুগন্ধ!
যে অবেলায় চলে যায় আত্মজন;
সেই সম্পর্কগুলো শুধু হাইফেনের মতো,
থমথমে রাত ছুঁয়ে থাকে।
কালো শোক নির্মাণ করে
দীর্ঘ অনাচার।
স্যানিটাইজার আর ওডিকোলনে
ধুয়ে যায় পূর্বজন্মের মায়াবন্ধন।
আগুনেও কি জ্বলে যায় মৃত্যুগন্ধ!
Comments
Post a Comment