কবিতা - রত্না মুখার্জী


একলা চাঁদ

              

 একলা চাঁদ একাকী-ই  হেঁটে যায়.....

 আকাশের পাড় ছুঁয়ে-ছুঁয়ে....

 মেঘেদের ভেলা ছুঁয়ে-ছুঁয়ে....

 নক্ষত্রের আঁচল ছুঁয়ে-ছুঁয়ে.....

 আনমনা চাঁদ একাকী-ই  হেঁটে যায়...

 সময়ের পাতায় ছুঁয়ে-ছুঁয়ে.....

 কালের গতি ছুঁয়ে-ছুঁয়ে....

 আলোকবর্ষ ছুঁয়ে-ছুঁয়ে....

 আনমনা চাঁদের আঁচল উড়ে বাতাসে,

তার কলঙ্কের দাগ, নক্ষত্রের মৃত্যুর দাগ,

 মেঘেদের কান্নার দাগ, বাতাসের ভালোবাসার দাগ

 লেগে থাকে তার উড়ন্ত আঁচলে.....

 শুধু প্রতিচ্ছবি পরে পৃথিবীর গায়ে,

 জাগতিক নিয়মে  অথবা ব্রহ্মাণ্ড নির্মাণের -

 জ্যামিতির কারণে......

 একলা চাঁদ একাকী-ই হেঁটে যায়.....


Comments

Post a Comment