কবিতা - সপ্তাশ্ব ভৌমিক


আত্ম-প্রতারণা


এই যে প্রণাম এই যে আরাধনা

এ কি শুধুই   আত্ম-প্রতারণা

তাই এত সংশয়

জড়িয়ে ধরে ভয়

এই অবেলায় যায় না কিছুই চেনা।


সখের ঘরে সুখের গোপন স্তুতি

খাদের পাশে ঘুমিয়েছে সন্ততি

একটু ও নেই ঘাম

কে আর দেবে দাম

আড়াল পেলেই যুদ্ধের প্রস্তুতি!


কথায় কথায় চলছে আজব লড়াই

শব্দে সুরে স্পর্শ সুখের বড়াই

লোক দেখানো শোক

শুধুই কি নির্মোক

চড়াই আছে, নেই কোনো উৎরাই?


Comments