কবিতা - সু দী প্ত মা জি

 


স্বীকারোক্তি 


উন্নাসিকতা দিয়ে তৈরি করা বাড়িঘর

তাকে আমি চিরদিন দূর থেকে প্রণাম করেছি!


দম্ভ দিয়ে আঁকা সিড়ি যেন অজগর

           হাঁ-মুখ উঁচিয়ে বহু ঊর্ধ্বে উঠে গেছে!


এরকম বাড়ি আমি যে পাড়ায় দেখি,

সে পাড়ায় চলাচল-পথ আমি মনে মনে বদলে নিতে 

                                                   খুব ভালোবাসি!


সমুদ্রেরই এক টুকরো বালি দিয়ে গড়া, ছোট 

                                             আমার জীবন...


অহঙ্কারী  ঢেউ দেখলে তবু আজও ভয় লাগে খুব....

গর্জন সঙ্গে নিয়ে জেগে ওঠা আস্ফালন 

তটিনীর বুকে এসে আছড়ে পড়ে শূন্য হয়ে যায়!


নির্বিকার তটিনীর মিটিমিটি হাসি আর 

সমুদ্র ও আকাশের সম্মেলনস্থলে জাগা নিরুত্তাপ

                      চাহনির কাছে খোলা ইস্কুলের পাঠে 

       বিনয় ও জ্ঞানের যোগ একটু একটু করে রোজ 

                           শিখে নিতে আজও চেষ্টা করি!


অক্ষমের মুদ্রাদোষ ভেবো তাকে, খেলাচ্ছলে

অবজ্ঞার হাসিটুকু যত্ন করে উপহার দিও!


Comments