কবিতা - রুমি নাহা মজুমদার


বৃদ্ধাশ্রম


ডাইনিং এর জানালা দিয়ে 

বৃষ্টি দেখে ওরা।

জল ভেসে যায়,মন ভেসে যায়---

কাগজের নৌকা ভাসাতে আসেনা কেউ।

জীবনতরী ভাসতে ভাসতে নোঙর ফেলে এখানে। ফুৎকারে উড়ে যায় 

তিল তিল করা অভিজ্ঞতার ফসল।

"আমার আমার করে কেউ কারো

হয় না"- এই বাস্তব আর পরাবাস্তবে

এখন সকলে নিঃসংশয়। 

এখানেও ফুল ফোটে,

কান্না ঝরা পথে

সাদা সাদা নয়নতারা ফুল।

প্রজাপতি ডানা মেলে খবর আনে 

প্রগতির পথে পথে।


Comments