কবিতা - রাজীব ঘোষাল


শূন্যে লাফ


মেঘ সরোবরে আয়োজিত সাঁতারে

উড়ুক্কু শালুকেরা হবে সোনা রঙের...

ব্যাঙাধানেরা হেঁটে বেড়াবে জলের ওপর।

জলের ভেতর সাঁতার কাটতে কাটতে

খানিক জিরিয়ে নেবে 

বক পানকৌড়ি আর মাছরাঙা...


ভূগর্ভের প্রাণভোমরা শিকেয় ওঠার পর

অপরাজিতার হাত ধরে তমাল গাছ

শূন্যে লাফ দেবে সাঁতার বাসনায়....


সবকটা সাঁতারের দৃশ্যে 

জলতরঙ্গ হবে প্রেমলিপির মত...


Comments