কবিতা - সুতপা পাল


মোহ মুক্তি

    

অঘ্রাণের ভরন্ত ক্ষেতের সোনার কণায় আলিঙ্গিত হিমবিন্দু
উদীয়মান কিরণমালীর আভায়, 
জাগাতো লোলুপতা --
সে নেশা ছিল বাল্যের।
অমানিশির বুক চিরে ছুটে চলা..
বিদ্যুতের গতিতে, 
পানকৌড়ির অতলস্পর্শী ডুবে, 
আর..পুন্যিমের নিশীথিনীর বুকে...
ভাস্বর  মৃগাঙ্কের  রূপালী ছটায়,
ভরা-কটালের জোয়ারে
নির্ভীক কৈশোর; 
ভালে অগ্নি টিকা আঁকে।
যৌবন ডিঙ্গার সওয়ার হয়ে 
শরীর যখন সমর্পণ খোঁজে--
শিথিল কাঁচল নিশান উড়ায়,
সঙ্গমের ঘোর আগুন জ্বালে
হৃদয়ের ভাঁজে।
ইমন, বেহাগ, কাফির ঘরে ঝড় তুলে
ভৈরবে শুদ্ধি লাভ  অবশেষে। 
ক্যানভাসে ধূসরতার ছোঁয়া --- 
মোহময়ীর আহ্বান এখন,
বিস্মৃতির অতলে।
উপর্যুপরি অবঘর্ষে, 
জীবনমরুতে কেবলই সাহারার গৌর
কিম্বা আটাকামার ইয়ার্দাং গড়ে ওঠে। 
ক্ষয়ীভবন আর নগ্নীভবনে উন্মোচিত 
অন্তরের গহীন থেকে,
ভেসে আসে আর্তি......
মোহ মুক্তি...মোহ মুক্তি..মোহ মুক্তি।



Comments

Post a Comment