কবিতা - সুজয় নিয়োগী


শিখে গেছি


প্রতিদিনই চলছে ভাঙ্গার খেলা--
কখনও ভাঙ্গছে মন
কখনও নিজেই ভাঙ্গছি নিজেকে।
এও এক খেলা?
হ্যাঁ খেলা।
আজকাল এটাতেই আনন্দ পাই।
এখন মনকে বশে রাখতে শিখে গেছি।
কোন ছাতার তলায় 
মাথা গুঁজতে না পারাটা
আজকাল আর পীড়া দেয় না।
নানান তত্ত্বতালাশের পর
হতোদ্যম হয়ে--
কারনগুলো অজ্ঞাতই থেকে যাওয়া
আজকাল অনেক যুক্তিযুক্ত মনে হয়।
এখন এভাবেই ভালো থাকতে শিখে গেছি।


Comments