কবিতা - মিহির দে


অভিনয়


চলো, এই বর্ষায় ঢুকে পড়ি সবুজ অরণ্যে

পায়ে পায়ে জড়িয়ে নিই গুল্মলতা 

ঝোরার কাছে গিয়ে বলি, ভালো আছো তো?


চলো, শুকিয়ে যাওয়া নদীর কাছে বসি

ছুঁয়ে দেখি দীর্ঘ যন্ত্রণা 

এক বুক পলি খুঁড়ে বলি, ভালো আছো তো?


চলো, পাহাড় চূড়ায় উঠে বসি

শুনি, ধ্বসে যাওয়া গাছেদের কথা

শোকের কাছে শোক রেখে বলি,

               ভালো আছো তো?


আসলে আমরা প্রত্যেকেই 

     ভালো থাকার অভিনয় করি মাত্র!



Comments