কবিতা - শুভাশিস কর


অপেক্ষা 


দমবন্ধ বদ্ধ ঘরের ব্যালকনিতে 

আমরা মুঠোফোনে বন্দি ,

বন্ধ ঘরের মহাকাশে 

আজ ওঠেনি ভোরের সেই সূর্য।

চাঁদের আলোর ঝলকানিতে -

চারিদিক যেন অন্ধকার। 

তবুও হৃদয়ের কোণে 

হৃৎপিন্ডের রসে জারিত হওয়া ছোট্ট আশারা

চিৎকার করে বলছে -

আমরা মৃত্যুঞ্জয়ী

আমাদের দেখা হবে 

মহামারী শেষে।



Comments

Post a Comment