কবিতা - অর্ঘ্য দে


আমার গালিব



মেঘরঙের এই ধোঁয়ামাখা বিকেল
কাশিম জান গলির মতো একা, ভীষণ একা।  


বৃষ্টি নামলে 'দিলে নাদান তুঝে হুয়া ক্যায়া হ্যায়' 
পুরনো চিঠিতে তখন সোঁদা গন্ধ
কী খেয়ালে বাজালে ঘুঙুর? 
ছড়িয়ে পরে নিশ্বাসে; গজ়লে 
মৃদুমন্দ কাঁপে আলোকাতর ঝালর,
আঁচড় কাটে চোখের তারায়
স্বেচ্ছাচারী অন্ধকার 
অভিমানে নিভে গেছে সব তারা। 


এ ব্যথার উপশম কোথায় গালিব!


Comments