কবিতা - সৈকত সেন



আকাশ যুবতী


স্বপ্নের ছেঁড়া পাল তুলে 

নোনা জলে ভেসে গেছে আকাশতরী

কোন অজানায় 

শুন্য খেয়া ঘাট, শীতল স্রোত শিরা উপশিরায়

উত্তরাধিকার ভাবনায় বয়ে যায় জন্মমৃত্যু  

মিলনের পানসি ভাসিয়ে তবু তুমি আস

বুকে নিয়ে চন্দ্রালোকিত কোন বেলাভূমি 

 

তোমার দুচোখে নক্ষত্র হেঁটে

খোলা চুলে গুছিয়ে রাখি আমার আকাশ

ঝড়বাদলে আগলে রাখি 

তোমারই জ্বালানো আকাশপ্রদীপ।



তুমি গোলাপী হত কপালে বোলালে 

বেড়ে যাবে আয়ু

হৃদয়ের সব রঙ নিংড়ে নিয়ে 

তারপর ফিরে যাও যদি আবারও আকাশে 

দুঃখ নেই তাতে।


Comments