কবিতা - হিমাদ্রি শেখর



স্তব্ধতা


আমাদের চলার পথে কতকিছু ফেলে আসতে হয় -
কপালে চুঁইয়ে পড়া বসন্তের ঘাম
কিংবা ঘষা আতশকাঁচে লেগে থাকা বায়োস্কোপ -
উত্তল অবতল। যেখানে একাকীত্ব শাপ, সেখানে
গুনে গুনে শব্দ বাছি, ক্লান্ত হই।

যুক্তি তর্কের খেলায়
কতবার যুক্তিকে তর্কের কাছে হেরে যেতে দেখেছি,
প্রতিবাদ করিনি।
ফেলে আসা ও রেখে আসা এক নয়,
থেমে যাওয়া ও হেরে যাওয়া এক নয়।
আয়ুরেখা জুড়ে নদী খরস্রোতা হয়ে উঠলে,
জড়িয়ে নেই পিচ্ছিল আঁশ,
ক্ষমার সাথে জুড়ে দেই মেরুদণ্ড।
চোখ ঝাপসা হয়ে আসে,
রেটিনা থেকে রড কোষ সরিয়ে রাখি।
ফুলস্টপ এর খোঁজে কতবার কোনো ভাষাহীন মানুষের
পথ অনুসরণ করেছি, জানা নেই।



Comments