কবিতা - লক্ষ্মী নন্দী



অনুধৃতি



রোজ ভোর হয় পাখি গায় গান
সৃষ্টির মহাযজ্ঞে ফোঁটে ফুল।
আমি তূর্ণ পত্রে সাজাই পূজা।
প্রার্থনায় বলি - ব্রহ্মনিষ্ট করো 
আমাকে । সে শুধু হাসে। 
কখনো পুণ্যতোয়া চোখেও হাসে, 
আমি তখনও তাকিয়েই থাকি 
সেই দৃষ্টির দিকে। এক সময় দেখি 
সৃষ্টিকর্তী নিজেই হয়েছেন সৃষ্টি। 
হঠাৎ আমাদের নির্ভেজাল বিশ্বাসে, 
অবান্তর ব্যস্ততা এসে ঢুকে পড়ে 
দৃশ্যের প্রেক্ষাপট পাল্টে দেয়। 
এভাবেই, রোজ একটা সিঁড়ি দিয়ে 
নামা ওঠা করি শোণিতময় বৈতরণী। 
আর পারাণির কড়ি জমা রাখি
বইয়ের ভাঁজে ভাঁজে।



Comments