কবিতা - প্রতিভা পাল সেন




জীবন-কাব্য



কিছু ছন্নছাড়া বিষণ্ণতা, ছন্দহীন-কবিতা লেখে রোজ;
রিক্ত-মনের উদাসীনতা, নীরবে থাকে অন্ত্যমিলের অপেক্ষায়! 
অনভ্যস্ত-ভালোথাকারা, শব্দ-সুখে বাক্য হতে চায় কবিতার শরীরে! 
আমি জীবনের আখ্যান থেকে জীবন্ত-শব্দ তুলে আনি, কাব্য-জুড়ে।
ভাবনারা অভিজ্ঞতার-ঝুলি থেকে বেড়িয়ে আসে জীবন-উপত্যকায়! 
এলোমেলো সংজ্ঞা থেকে, অর্থবহ শীর্ষকের করি খোঁজ।
একটুকরো-সৃষ্টি তখন , আমার আকাশে উড়ে বেড়ায় পাখনা মেলে;
আমার অনুভব, নতুন ভাবে সেজে ওঠে তখন, জীবনের কথা বলে!!


Comments