কবিতা - শুভদীপ সেনশর্মা




উত্তরা সিনেমা হল



প্রগাঢ় আঁধারের বুক চিরে দেখছে সে
ছায়াময় অন্ধকারের ভেতর দিয়েও


সাদা পর্দার আড়ালে একটা আলোর বিচ্ছুরণ
সাদা পর্দার ওপার থেকে কন্ঠস্বর


লাইট - সাউন্ড - স্টার্ট বলছেন সিনেমাওয়ালা
দর্শকাসন শূন্য তাঁর সিনেমা হল


মায়াবি টিকিট কাউন্টারে কেটে যায়
একটা
         সিনেমা
                    জীবন


Comments