কবিতা - ডঃ রমলা মুখার্জী



পঞ্চপদীতে শহীদবেদীতে



দেশ-রক্ষার দীক্ষায় রত শত নওজোয়ান–
মাতার মতই মাথার ছাতা তোমরা সুমহান।
তুমুল তুফানে ঝঞ্ঝা পেরিয়ে- 
অভীক প্রহরী রয়েছো দাঁড়িয়ে।
ধন্য ধীর, কর্মে বীর, ধন্য নওজোয়ান।


সীমান্ত-সেনার দেশ-প্রেম খাঁটি
দাও না নিতে এক তিলও মাটি–
লড়াকু যুদ্ধ বীর
গড় শান্তির নীড়।
সন্তর্পণে উপড়িয়ে ফেল শত্রুর সব ঘাঁটি।


দেশের মাটিকে আঁকড়ে আদরে
মরণ-বরণ করেছো সাদরে
যত শহীদ সৈনিক
রণজয়ী নির্ভীক।
দেশবাসীকে জড়িয়ে রেখেছো নিরাপত্তার চাদরে।


পায়ের তলায় দাও যে স্বাধীন ঠাঁই,
তোমাদের কভু না যেন ভুলে যাই।
দিয়েছো বন্ধু দুহাত বাড়িয়ে-
সীমান্ত পারে রয়েছো দাঁড়িয়ে
দেশের দশের ভাই, তুলনা কোথাও নাই।




Comments