কবিতা - উদয় সাহা



শহর 


একটা সাদাসিধে জ্বর = প্রিয় শহর

জ্বরের সমান্তরালে বোরোলি মাছ, মরা তোর্ষার গান

ক্ষত্রের মতো জেগে থাকে মায়ের দাঁতচাপা হাসি 


আমি শুধু দেহ মাত্র---
বাইশ গজের দুই প্রান্তেই বুড়িয়ে যাওয়ার গল্প 
গামছায় রোদ লাগলে উপকূলে বৃষ্টি নামে 


শহর তোমায় চিনেছিলাম কলাপাতার লজ্জায় 
সিগনালহীন ব্রডগেজে পড়ে থাকে জ্বর 
                          একটা সাদাসিধে জ্বর       


জ্বরের সমান্তরালে ছাইয়ের বুটিক আর জানালাভর্তি বিকেলবেলা    


Comments