কবিতা - তাপসী লাহা



তথাগত



কেউ তো আর ডাকেনি কাউকে, শব্দের চোখ
মুঁদে গেছে তমাল নিস্তব্ধতায়।
অরুণ ধোঁয়াশায় খড়ের মতন যারা শোকের গুল্ম আঁকতো আজও কি ছুটি নেই তাদের...
জেগে আছে শুকনো দীপ্তির রাত, অজস্র অভুক্ত পেট, নিঃশুল্ক বিলাপ লেখে জলের প্রতিভায়, কি নিস্পৃহ মৌনতায় লোভ, লালসার পাশাখেলায় রাজসভা ভরাট করে যায়  যুগের পর যুগ, রাতের পর রাত।
শুধু শেষ হয়না দেখার কাল, রক্ত, রাগ, চামড়ায় থিকথিকে ঔদ্ধত্য, ক্লেদের বুনটে পক্ষাগ্রস্ত পঞ্চভূত, নিঃসাড় শবের শেষ চুমুর মত স্ফূরককণা, তবুও কত দেখা বাকি  থেকে যায়... 
মেটে না যে আঁশ, জন্মের ভুইডোরে
তথাগত ভেসে ভেড়ানোর  অলীক জীবনতত্ত্ব,
এক ঘোর শুধু,
উন্মাদের আঁচড় মাত্র


Comments