কবিতা - দেবশ্রী রায়


ঈশ্বর ও তুমি


বিশ্বাসকে ঈশ্বর জেনেছি আজীবন

অনায়াসে ভেঙ্গে দিতে পার তুমি

এই যে বসে থাকা

            নতজানু, অপেক্ষার শূন্য হাত

            মহার্ঘ্য জল ছুঁয়ে স্বস্তির উৎসব

ছায়া ছায়া অন্ধকার, আনম্র সমর্পণ

এত সব কিছু কেবল এক বিশ্বাস

           সুগভীর বিশ্বাসে ছুঁয়ে থাকা 

           অনুচ্চারিত মন্ত্রের এক অমোঘ নিবিঢ় সজলতা।



আস্থা তো ভালোবাসার আর এক নাম

সম্বল করে সাথে থাকা আমরণ

এই যে হাতে হাত  চলা

            পথকে আড়াল করে পথ খোঁজা

            জটিল গুল্মমায়ায় বেঁধে ফেলা দেহ

এলোমেলো নিরীহ স্মৃতিচারণ

আরও যা কিছু কেবল এক আশ্বাস

             অবিশ্বাসী হলেও ভরসায় ভর করে

             ক্রমাগত খুঁজে নেওয়া এক প্রতীক্ষমান মুগ্ধতা।


Comments

Post a Comment