কবিতা - খুরশিদ আলম



দেশ - মহাদেশ 

       

যেদিকে তাকাই পুরোনো বাড়িটার কথা ঠিক মনে পড়ে যায়
আগলে রাখা ছাব্বিশ বছরের গা থেকে যে নরম গন্ধ বের হয় সেখানে দেশ প্রাচীন কোন সভ্যতার চেয়েও মানুষ বড়ো, আমাদের অলৌকিক আত্মার ভেতর বসবাস স্বর্গীয় বালিহাঁসের ঘুম নরম গালিচার মত মেদহীন চরাচর এখানে মানুষ শাদা পালকের মতো জুবুথুবু মেঘ হয়ে বসে থাকে। নীলাভ কোন অশরীরী প্রেম ছুঁয়ে থাকে পরতে পরতে
কোন সংক্রমণ নেই সংক্রামিত  হয়না কোন দুঃখের ভোর, সংখ্যালঘু বলে কোন জিজ্ঞাসা নেই- কোন চিৎকার নেই- ব্যভিচারী কোন আঙ্গুল নেই, কেবল নির্দিষ্ট স্থিরবিন্দু ঘিরে আছে এক একটি দেশ- মহাদেশ 
জলীয় মেঘের ভেতর শুয়ে আছে মিহি দানার মত
ক্লাসিকাল গান সমস্ত রাগ ধ্বনির মিলিত স্বর।





Comments