কবিতা - পহেলী দে



ছবি

  

কবিতা লেখার নাম করে

ভোর রাত অব্দি বসে থাকি নদীর কিনারে

নিঃসঙ্গ হিজলের সঙ্গে

ঢেউয়ের ভাঁজে ভাঁজে জলের আঁকিবুকি

মূলত তোমারই ছবি

আবার দেখা হবে আমাদের

জারুলঘন পথে দীর্ঘ নিরালায়

  

প্রথম প্রেমের গোপন পৃথিবী ত্রস্ত বুকে আনত

খুঁজে নেবে পূর্ণিমার চাঁদ

নিশীথের নীল দীর্ঘশ্বাস


 


Comments