কবিতা - সুস্মিতা কৌশিকী



লালনসঙ্গ


পার হয়ে যায় বিরাণ মাঠ অকূল জর্জরতা আউলা দুপুর

আকুল ব্যাকুল হাওয়ার নেশায় একতারা সুর বেড়ায় ঘুরে

লালন তোমার সঙ্গী  হলো।

 

ব্যথার ফুল ফোটাবে বলে গান ধরেছ, আসলে তাতে নি:স্ব হবে

সংসারেতে আছো যখন বেদন ধরো

মনের গহীন গোপন ডোরে ব্যথার নিপুন চিকণ ফোঁড়ে ফুটিয়ে তোলো নকসিকাঁথা।

 

যাপন তোমার আনন্দগান অশেষ হলে নিমেষ শেষে

ভালোবাসার নীল পিরানে লুকিয়ে ফেলো চোখের জল

অযুত নিযুত কথামালা মর্মদানে অচঞ্চল।

 

ফুটবে যেদিন মরুর ফুল গন্ধ বিষাদ নাকের নোলক হীরক দুল

সেদিন হবে মিলন অপার, পরপারের সাথের সাথি আসবে নিতে

নৌকো বেয়ে নীল দরিয়ায়।

  

তার আগে এই যাপন ধরো ---

একাই গাও একাই দুটি ফুটিয়ে খাও একাই হাসো একাই কাঁদো

নির্ঝর কিংবা বর্ষা রাতে আবেগঘন উদাস বাউল।


              লালন তোমার সঙ্গী হবে।

 


Comments