ডাকঘর
একসাথে হাঁটি না বলে
চেরাপুঞ্জিতে বৃষ্টি হয় রোজ
আমার ছাতা বর্ষাতি
আমার মেঘ রং পোষাক
এখন ভাঁজে ভাঁজে
বেল বকুল আমার কথা ভাবে ?
এই শ্রাবনেই জন্মদিন
ধান দুব্বা পায়েসের বাটি
ঘিয়ের লুচি
আহা!
একসাথে থাকা হলো না বলে
ওরা খোঁজ নিয়ে যায়
জানলার পাশে দাঁড়ালে বুঝি
সোঁদা গন্ধ টা তোমার চোখের

Comments
Post a Comment