কবিতা - দেবাশিস চন্দ




অসুখের খোঁজে


কেউ আসছে না এদিকে, কেউ যাচ্ছেও না ওদিকে

তির চিহ্ন গুলো বেঁকেচুড়ে পড়ে আছে শুনশান রাস্তায়

রোদের কাটাকুটি খেলা পথেই হারিয়েছে পথ তরুণী

প্রেমের ঠোঁটে ভর দিয়ে বেরনোর সময় সে কি জানত


রাস্তার মোড়ে মোড়ে নির্জনতার নামে ভয়ের কৃষ্ণচুড়া

নিভৃতবাসের টঙে থম মেরে বসে আছে মনমরা বাতাস

তরুণী জানে না প্রেম ও মৃত্যুর মধ্যে ফারাক একসুতো

এগিয়ে আসে নীল ঢেউ, সকাল সন্ধ্যা ট্র্যাপিজের খেলা


অসুখের খোঁজে বেরনো পুলিশ ব্যর্থ আক্রোশে ফোঁস করে

গান গায় দূষিত রাস্তায়, মুখোসের আড়ালে ঢাকে কালো মুখ





Comments