কবিতা - দেবব্রত দাস



পদবী



কাগজ পেলেই শিয়ালদহ স্টেশনে দেখা
অচেনা সেই নারীকে আঁকি।
তার চোখের ভেতর ছদ্মনামে বসত গড়েছে যে মৃত্যু
                                  তাকেও আঁকি
যথা সম্ভব চেষ্টা করি তার ঠোঁটের উপর
তিলটা ঠিকঠাক জায়গায় বসানোর। 


সে জানে  না ; একটা নির্বাসিত জীবন 
আহত হয়ে পড়ে আছে কপালের ভাঁজে । 
বুকে প্রবাহিত খরস্রোতা নদীটি 
আত্মগোপন করেছে প্রেমিকের ভয়ে
        একটা গোপন অসুখ প্রবল দৌড়াচ্ছে ...

সে এও জানে না, 
তার গাঢ় ঠোঁটে আমি নিঃসঙ্গতা দেখেছিলাম
যে আমাকে আদর করে কামড়ে কামড়ে 
                                       কবিতা লেখায়।

তারপর কতোবার শিয়ালদহ গেছি
তবু সেই নারীর দেখা পাইনি
শুধু আমার নামের আগে খামচে ধরে আছে
          কালহীন, প্রতিধ্বনিহীন একটা পদবী।


Comments