কবিতা - সৈকত সেন


ডেস্টিনেশন



একটা দীর্ঘ টানাপোড়েনের সুতো ছিঁড়ে
আজ খোলা আকাশের নীচে দাঁড়িয়েছি,
অযুত অলোকবর্ষ দূরে থাকা 
নিজুত তারাদের মধ্যে থেকে চিনে নিতে পারিনা 
অশ্বিনী কিংবা রেবতী

তবুও সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের দিকে তাকিয়ে
ছুঁড়ে দিই এক প্রশ্নবাণ-
যদি পূর্ব নির্ধারিত হয় জন্ম-মৃত্যু,
মাতৃগর্ভেই যদি অনুদিত হয় 
আঁতুড়ঘর থেকে মৃত্যুশয্যা পর্যন্ত জীবন-পঞ্জি
তবে কেন এত আগুন,এত রক্ত,এত ক্ষয় 
কোথায় শুরু আর শেষই বা কোথায় 
আর কেন এত সামান্য উপশম, স্বল্প নিরাময়?

আদিগন্ত নিশ্চুপ!
হয়ত এই নিরুত্তর প্রশ্নও লেখা হয়ে গেছে
আকাশেরই গায়।


Comments

Post a Comment