কবিতা - স্মৃতিজিৎ



'ব্রুটাস তুমিও!'

   

পেছন থেকে আমাকে তো যেকোনো মানুষ মনে হয়

সামনে থেকে আমি একমাত্র আমিই মিত্র

আপনার পৌরুষের দিব্যি দিয়ে বলছি,

পেছন থেকে ছুরি মারবেন না

মুখোশ পরে সামনে দাঁড়াবেন না

মুখোশ পরে খুঁজবেন না বিরোধী মুখ

 

আমার কোনো গুপ্ত বাঁ হাত নেই

আমার কোনো ধর্ম বাপ নেই, গডফাদার নেই

আমার ডান হাতে সস্তার রেনল্ড তর্জনী

বুকে আছে নরম পালক কিংবা তীব্র বারুদ

উপহার পাওয়া জীবনবীমার ডায়েরিতে আমি

প্রেমলিখি, হতাশাও

গুগল কি-বোর্ড দিয়ে লিখি প্রিয় বাংলা বর্ণমালা

 

মানুষের সরলতা নিয়ে খেলতে আসবেন না প্লিজ

একে ফর্টি সেভেন না হতে পারি--

পেন, পেরেক কিংবা পিন তো হতেই পারি

অনায়াসেই খুলে দিতে পারি আপনার রাজ

 

যদি বুকের পাটা থাকে দ্বৈরথ খেলুন জাহাঁপনা

পেছন থেকে আততায়িতা খেলবেন না

বড় আদরে-পোষা এ বুকটা চিতিয়ে আছি

হয় বুকের পালকের হাওয়া খেয়ে যান

নয়তো দূরে দাঁড়িয়ে ঈর্ষা পোহান

 

আর শত্রুতা যদি করতেই হয় 

মুখোশ খুলে সামনে এসে দাঁড়ান

হেরে যেতে যেতেও যেন  বলতে পারি, ‘ব্রুটাস তুমিও!’


 




Comments