কবিতা - দেবশ্রী রায়



বৃষ্টিপুরাণ 


এক ঘর ভরা শ্রাবণ, এক ঘর বৃষ্টি বাদল 
ভেতরে বাইরে থৈ-থৈ,
অঝোর জল-পার্বণ
যখন তখন আকাশ ভেঙ্গে 
একেবারে জানালার কাছে ঝুঁকে থাকে ঘন মেঘ
কে বলবে সে পরদেশী
ভাসমান, বাউল-উদাসী?

আসলে জল থেকে জলীয় বাষ্প হয়ে ওঠার
সময়কাল নিয়ে আমরা ভাবিনা কেউ,
শুধু জলকণা জমে জমে ডানা ভারী হলে
মন খারাপের আকাশ জুড়ে টাঙিয়ে রাখি
জলছাপ সামিয়ানা
বৃষ্টি লিখি, নদী লিখি, নদীর ভাঙন লিখি
তেমন হলে রঙিন জলসাঘর সাজিয়ে 
মিয়া-মল্লার গেয়ে উঠি।

কিন্তু কোনদিন কেউ ভাবিনি, জলচক্রের বাইরেও
বাষ্পীভবন ও ঘনীভবনের মধ্যবর্তী জীবনকালে 
সমীভূত হতে থাকে এক শীতোষ্ণ আখ্যান
এক ঘনঘোর বৃষ্টিপুরাণ।।



Comments