অনুবাদ কবিতা - শ্যামলী সেনগুপ্ত


অনুপেত ঈশ্বর (অপহঞ্চ ঈশ্বর)

কবি: ঈপসিতা ষড়ঙ্গী
মূল কবিতা : ওডিআ
অনুবাদ: শ্যামলী সেনগুপ্ত


অবিশ্বাস নিয়ে বাঁচতে বাঁচতে

বিশ্বাসের ওপর থেকে ছুটে গেছে বিশ্বাস,

ঈশ্বর !

পীঠস্থানে দাঁড়িয়ে তোমার একজন মানুষ

পাথরের দিকে আঙুল দেখিয়ে বললো,

দেবতা;

প্রণিপাতের  ছলে রক্ত ঢেলে দিলাম 

কোথায় বিশ্বাস, তুমি কেমন ঈশ্বর!


গির্জা উঁচু চুড়ো দেখিয়ে

কেউ বললো, এখানে মোম জ্বেলে দাও

জীবনকে মোমবাতির সলতে বানিয়েছি,

রক্তগঙ্গায় ডুবিয়ে

তুমি কিন্তু এখনও আড়ালে!

শূন্যঘরে নিরাকারের সামনে

তোমার পাঠানো একজন

দুই হাত তুলে বললো, আশীর্বাদ চাও

জীবনের  জন্য একটু বিশ্বাস চাইলাম,

মোহের ওপর এক সমুদ্র জল ঢেলে দিল কেউ৷


এখন মনে হয়

পাথরের ঈশ্বর আর পাথর-মানুষ মাঝে

বিশ্বাসও শিলীভূত হয়ে এক অনুপেত ঈশ্বর


কি জানি আমরা এখন

কোন প্রত্যন্ত লক্ষের যাত্রী!


[কবি পরিচিত : ঈপসিতা ষড়ঙ্গী

নব্বই  দশকের কবি৷ ৬টি কাব্য সংকলন ছাড়াও রয়েছে 'অক্টাভিও পাজ' - এর কবিতার অনুবাদ সংকলন৷ কবিতার জন্য পেয়েছেন রাজ্য যুব পুরস্কার, ছাড়াও বিভিন্ন পুরস্কার৷ 

এই কবিতা তাঁর 'কেতেবেলে কেজানি' কাব্যগ্রন্থের অন্তর্গত]




Comments