কবিতা - মনোনীতা চক্রবর্তী



রেওয়াজ



ফুরিয়ে যাওয়া সুরেও খুঁজে  ফিরি বেঁচে থাকার গান...
ধুলোর বিছানায় গড়াগড়ি খায় যাবতীয় সাধ।
মেটে রং- হয় চোখের ঝিল
এতো নিবিড় যত্নে যে পাখনা পালাবে অনটন ছিঁড়ে


স্বপ্নগুলো সাদা থান পড়ে
এখন

নির্বাসন দণ্ড
মিছিলে শুধু উঁকি-টুকি দিয়ে যায়
চাঁদ - জোনাকি!

কাটাজোড়া উইথ মিক্স ম্যাচ
সম্পর্কের ভিতর 

কখনোই- আর মেয়েটি যাবে না
বালিকা ঘাটে
বেলোয়ারী ঘুঙুর পায়ে
আর যাবেনা...

বারণ কেউ করেনি
বারণ কেউ করেনা
ওপাড়ায় শুধু এখন  অন্য মেঘ!

মেঘ-ডানার ঝাপটে
রক্তাক্ত আমরা

সারা শরীর নীল
মেঘ পোড়া গন্ধ  চারিদিক

আসলে এতক্ষণ একটিও কথা বলিনি
বলব না....
আর যাবো না তোমার বাড়ি

কেউ টু- শব্দও কোরনা
সবটুকু স্তব্ধতা ভেঙে যাবে!

রক্তপলাশ ছুঁয়ে -আঁকড়ে হাঁটু মুড়ে
মাটি দিতে দিতে হুড়মুড়িয়ে পড়বে অনেক অনুচ্চারিত অভিমান...

 সব আলো আলো নয়
 সব সুর সুর নয়
 সব রং রং নয়

ডানায় তখনও সাদা গন্ধ

 

Comments

Post a Comment