কবিতা - নীলাদ্রি দেব





রাতের রেওয়াজ বা অমূলক কবিতা- সাত

 

একটা জানালাই উড়ে যাবার একমাত্র পথ

দরজা খোলা থাক বা বন্ধ,

             ওতে একটা পিছুটান লেগে থাকে

লেগে থাকে লক্ষ্মীপূর্ণিমার আবছা আলপনা

জানালা একটা গুপ্তপথের নাম, একটা সরু গলি

শ্যাওলা বা পর্দার ভাঁজে জল বা জালের স্পর্শ

জানালা আসলে একটা এসকেপ রুট


 


Comments