কবিতা - অভিশ্রুতি রায়



অন্তঃক্ষরণ



কপাল ছুঁয়ে রেখে যাও ঝুড়ি ঝুড়ি বনলতা 
পায়ের নুপুর আটকে রাখো মিহিসুতো আর ধাতব ধারে
জঠরের ঘ্রাণে বদলে যাওয়া জলবায়ু  
পরিবর্তন খুঁজে চলে 


দক্ষিণা হাওয়ায় এলোমেলো পথ
সাজিয়ে দিচ্ছো ছোটফুল
কুঁড়ি কুঁড়ি আলাপ
অগভীর আলাপকাল
জলে ভেজা পাতাদের কাছে
মিশিয়ে দেয় বাস্পমোচন
তুমি আমি নিঃশ্বাস হয়ে উঠি
কোনো এক শালবনে
হেঁটে যাওয়া জুড়ে 
শুধুমাত্র স্থায়ী অন্তরা
রাগ পরাগ
শিশির হয়ে ভিজে উঠেছে
পায়ে পায়ে
তুমি স্নায়ুযুদ্ধ সেরে
মিশে গেছো পরাগে
আমরণ প্লাবিত হয়েছে জরায়ুকাল
মাটিদের দেশে 
বিন্দু বিন্দু জমা হয়
পৌষ-মাঘ
ফুটে থাকে
প্রিয় রঙ আর মাসিকফুল



Comments