কবিতা - বিপ্লব সরকার



সীমানা একটি পাখি হোক



সীমানা একটি পাখি হোক। পাখি আমারও নয়, পাখি 
তোমারও নয় 
এ কথা বারবার বলি বাবু! 
এ কথা আবার, এই যে এখনও বলছি খাঁচার মালিককে


সীমানা! সীমানা একটি নদী হোক। নদী আমারও
হয়, নদী তোমারও হয়
এ কথা বারবার বলি বাবু!
এ কথা আবার, এই যে এখনও বলছি রাষ্ট্রের মালিককে

যদিও রাষ্ট্র ও খাঁচার মালিক, এক নয়। 
তবু রাষ্ট্র ও
খাঁচার মালিকের বুকের নীচে
কেবল দম্ভ-রা দানা বাঁঁধে
আর সীমানাজুড়ে, লৌহবেড়াজাল...

অথচ আমরা যারা, বাবু!
পাখি অথবা নদী হতে চেয়েছিলাম, রাষ্ট্র অথবা খাঁচার মালিক
বোঝে না 
আমাদের বুকের নীচে পৃথিবী হাঁসফাঁস করে
 

Comments

  1. এই আর্তনাদ শোনেনা রাষ্ট্র। সুন্দর কবিতা।

    ReplyDelete

Post a Comment