কবিতা - সুজিত অধিকারী





[কবি পরিচিতি: জন্ম ১৯৭৫ সালে ২৮শে নভেম্বর কোচবিহার জেলার নিশিগঞ্জ অঞ্চলে। পদার্থবিজ্ঞানে এম.এস.সি. কবি সুজিত অধিকারী হাই স্কুলে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে ২০১৪ সালে ২৫ শে জুলাই মারা যান। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'পুনর্জন্ম' অথবা 'গান' ২০১০ এ প্রকাশিত হয়। মৃত্যুর পর তাঁর অগ্রজ কবি অজিত অধিকারীর প্রচেষ্টায় প্রকাশিত হয় আরো চারটি কাব্যগ্রন্থ: 'ডাউন ট্রেনের কামরা' (২০১৫) 'মন খারাপের অনুচ্ছেদ' (২০১৭), 'দীর্ঘ ভাঙনের পর আমি আর নদী'(২০১৮) এবং 'যেন কাল পায়রা ওড়ার দিন হয়'(২০২০)। তাঁর অমোঘ উচ্চারণ:
(১) প্রয়োজনে ঈশ্বরকে ভাগ করে নিই আমরা,
(২)আমি লিখি/ এ লেখার মৃত্যু হলে একজন কবি জন্ম নেবে,
(৩)কবিও একজন সৈনিক হৃদয় তার দেশ ইত্যাদি...]

উত্তরবঙ্গ এক্সপ্রেস

 

উত্তরের বাতাসে নিঃসঙ্গ পাখি

এর বিষণ্ণ তীরে আমার বাড়ি

আমি ওদের পাশে বসি

 

বিষণ্ণতাগুলি  কখনো কখনো আগুনের ফুলকি

কখনো পাহাড়

কখনো বা দোতারার গান

 

আমি আর কী করি

কবিতা লিখি

যে কবিতা এই সব মানুষের ভাষা


 



Comments